প্রবল দক্ষিনপন্থী, অতি দক্ষিনপন্থী স্রোতের মুখে দাঁড়িয়ে উল্টোদিকে সাঁতার কাটতে সত্যিই সাহস লাগে, লাগে প্রান্তিক মানুষের রাজনীতির আভিজাত্যবোধের অহংকার। স্পন্সরশীপের তোয়াক্কা না করে, হার জিত, উন্নয়ন অবনমনের পরোয়া না করে ভালেকাস আর তার পরম ভালবাসার রায়ো ভালেকানো যেভাবে ফুটবলকে প্রতিস্পর্ধার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে চলেছেন তা আবারও মনে করিয়ে দিচ্ছে ফুটবল নিছক একটা খেলা নয়।
by শুভ্রদীপ ঘোষ | 11 November, 2022 | 2358 | Tags : Rayo Vallekano Football Spanish League Anti Fascist